কওমি কণ্ঠ ডেস্ক :
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যাদের রাষ্ট্র পরিচালনায় কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই, তারাই দেশকে বার বার বিভ্রান্ত করছে। ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্যবিরোধী সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির ঐক্য আজ সময়ের দাবি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানতারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জেলা বিএনপির আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগরের একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত গণসংবর্ধনা এবং রাজধানীর ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিতব্য জনসমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় এমরান আহমদ চৌধুরী আরও বলেন- জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন ইতিহাসের বাঁকবদল ঘটাবে। গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় শুরু হবে ২৫ ডিসেম্বর। ঢাকার জনসমাবেশে বদলে যাবে রাজনীতির ভাষা।
সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এমরান চৌধুরী বলেন- শান্তিকামী দেশবাসীর পক্ষ থেকে ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিতে চাই, এত রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে ধ্বংস হতে দেওয়া যাবে না। অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো আমরা।
পরে সভাপতির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সহসভাপতি অ্যাড. আশিক উদ্দিন আশুক পিপি, মামুনুর রশিদ মামুন (চাকসু), মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর, উপদেষ্টা মামুন রশিদ, যুগ্ম-সম্পাদক অ্যাড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশিদ মামুন, সম্পাদক অ্যাড. সাঈদ আহমদ, আবুল কাশেম, শাকিল মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, শফিকুর রহমান, মুশিকুর রহমান মুহি, অ্যাড. আল আসলাম মুমিনসহ অন্যান্য নেতা।