কওমি কণ্ঠ রিপোর্টার :
বুধবার (১৫ অক্টোবর) দুপুরের আগের ৩২ ঘণ্টায় সিলেট মহানগরের বিভিন্ন এলাকা থেকে ৬৭ জনকে আটক ও গ্রেফতার করেছে পুলিশ।
এদের অনেকেই মামলা ও ওয়ারেণ্টভুক্ত আসামি এবং বাকিদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বুধবার দুপুর পৌনে ২টার দিকে জানান- এই ৩২ ঘণ্টায় সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি, ছিনতাইকারী, চোরাকারবারী, নিয়মিত মামলার আসামি, অসামাজিক কার্যকলাপকারী ও জুয়াড়িসহ মোট ৬৭ জনকে আটক এবং গ্রেফতার করা হয়েছে।
একই সময়ে জব্দ করা হয়েছে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা এবং ভারতীয় চকলেট, সাবান ও নাছির বিড়ি।
অভিযানকালে অবৈধ মালামাল বহনকারী একটি গাড়িও জব্দ করে পুলিশ।
Loading...