কওমি কণ্ঠ রিপোর্টার :
কুয়াশার কারণে আন্তর্জাতিক দুটি ফ্লাইট ঢাকার পরিবর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করেছে। তবে দুঘণ্টা পর আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় ফ্লইটগুলো সিলেট ছেড়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়।
ফ্লাইট দুটো হচ্ছে- বাংলাদেশ বিমানের একটি ও ইউএস বাংলার বিএস-৩৩৪। এর মধ্যে ইউএস বাংলার ফ্লাইট রোববার (৫ জানুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে ও বাংলাদেশ বিমানের ফ্লাইট সকাল ৭টা ৪০ মিনিটে সিলেট বিমাবন্দরে অবতরণ করে।
পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে ফ্লইটগুলো ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউএস বাংলার ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) দোহা এয়ারপোর্ট এবং বাংলাদেশের ফ্লাইট চীন থেকে আসে। কুয়াশার জন্য নির্ধারিত সময়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করতে না পেরে চলে আসে সিলেটে।
তথ্যগুলো নিশ্চিত করেছেন সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ।