কওমি কণ্ঠ রিপোর্টার :
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সহযোগিতায় ভোক্তা অধিকার অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মৌলভীবাজারে ৪টি প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার দক্ষিণ রবিরবাজারে এে অভিযান চালানো হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন- পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা, নকল পণ্য প্রস্তুত বা উৎপাদন ও মেয়াদ উত্তীর্র্ণ পণ্য বা ঔষধ বিক্রয় করার দায়ে রবিরবাজারের জনতা ফার্মেসির মালিককে ৫০ হাজার টাকা, তাজমহল ডিপার্টমেন্টাল স্টোরের মালিককে ৩০ হাজার টাকা, ওয়াফি ফুড এন্ড কনফেকশনারি নামক দোকানের মালিককে ২৫ হাজার টাকা এবং স্বাদ এন্ড কোম্পানির মালিককে ৫ টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তাদের অধিকার রক্ষায় ও জনস্বার্থে সিলেট বিভাগজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।