কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি ) রাতে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন-সংলগ্ন উমনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী দুলাল আহমেদ (৪৫) উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি মাইক্রোবাস চালক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে দুলাল তার মোটরসাইকেল নিয়ে হরিপুর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে উমনপুর নামক স্থানে দুর্ঘটনার শিকার হন। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা কেউ দেখেননি। পরে পথচারীরা তার মোটরসাইকেল এক জায়গায় ও তিনি গুরুতর আহত অবস্থায় আরেক জায়গায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান।