বালু উত্তোলন, জৈন্তাপুরে ২ জনকে কারাদণ্ড

কওমি কণ্ঠ রিপোর্টার, জৈন্তাপুর (সিলেট) :

সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদী ও শ্রীপুর পাথার কোয়ারী থেকে সরকারি  নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ফসলী জমি নষ্ট বালু উত্তোলন ও নদীর তীরবর্তী পাড় রক্ষায় উপজেলা প্রশাসন টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ২জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার ৪নং বাংলা বাজার সংলগ্ন বালু-ও পাথর ড্রাম্পিং সাইটে সহকারী কমিশনার ভূমি পলি রানী দেব এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এসময় জেলা প্রশাসনের জারীকরা কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে  জড়িত থাকার দায়ে আলমগীর ও আব্দুল হক নামের দুই ব্যাক্তিকে আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারায় একজন কে ১ মাস ও অপরজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে কেন্দ্রি গ্রামের নদী তীরবর্তী এলাকায় বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত কৃষি জমি এলাকা পরিদর্শন করে রাংপানি নদী ও নদীর তীরবর্তী এলাকায় থেকে কোন প্রকার বালু উত্তোলন, আহরণ, ক্রয়-বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারী করে বালু উত্তোলন বন্দ করতে লাল নিশানা স্থাপন করা হয়েছে।

টাস্কফোর্সের অভিযান চলাকালে ৪৮ বিজিবির শ্রীপুর বিওপির সদস্য, জৈন্তাপুর মডেল থানা পুলিশ সহ ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার ভূমি পলি রানী দেব জানান, ফসলী জমির ভাঙন কবলিত অংশ সহ রাংপানি নদীতে সম্পূর্ণ ভাবে বালু উত্তোলন বন্ধ রাখতে লাল নিশানা স্থাপন করা হয়েছে। উল্লেখিত নদীর কোন অংশ হতে পুনরায় বালু উত্তোলনের খবর পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। প্রশাসনের পক্ষ থেকে কারা এই কাজ জড়িত তাদের একটি তালিকা করা হচ্ছে।  উপজেলার প্রতিটি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।