সিলেটে ব্রিজের নিচে কারা রাখলো বিস্ফোরক দ্রব্য!

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে কোম্পানগঞ্জ থেকে ১টি রিভলভার ও বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। 

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন বুড়িডহর এলাকার পিয়াইন ব্রিজের নিচ থেকে ব্যাগের ভিতর রাখা অবস্থায় ১টি বিদেশি রিভলবার, ১টি ইলেকট্রিক ডেটোনেটর, ১টি সেফটি ফিউজ এবং NEOGEL EMULSION EXPLOSIVES বিস্ফোরক দ্রব্য জব্দ করে র‍‍্যাব-৯ এর একটি টিম।

তবে এসময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত বিস্ফোরক দ্রব্যাদি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এ বিষয়ে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।