সিলেটের ‘অপরাধী’ ঢাকায় গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের হত্যাচেষ্টা মামলার আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। তাদের একটি টিম র‍‍্যাব-১০ এর সহযোগিতায় মো. হুমায়ুন আহম্মদ (৫২) নামের ওই আসামিকে ঢাকার বংশাল থানার একটি এলাকা থেকে শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গ্রেফতার করে। 

হুমায়ুন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৮ম খন্ড গ্রামের ডা. আব্দুল কাদিরের ছেলে।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- হুমায়ুন একটি হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তাকে ঢাকার বংশাল থানাধীন চানখারপুল চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করে র‍‍্যাব। 

পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।