কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের শাহপরাণ এলাকায় মো. ফাহিম হত্যা মামলার আরেক আসামিক গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বৃহস্পতিবার দিবাগত (২৬ ডিসেম্বর) রাত ২টার দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন টুকেরবাজার এলাকার মন্টু মিয়ার বাড়ি থেকে এ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত আসামির নামও ফাহিম (২৮)। তিনি সিলেেটের শাহপরাণ থানাধীন বালুচর এলাকার আবুল কালামের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- হত্যার শিকার মো. ফাহিম শাহপরাণ থানাধীন ছড়ারপাড় এলাকার বাসিন্দা মো. হারুন রশিদের ছেলে। কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে গত ১০ নভেম্বর বিকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় ফাহিম। তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে ফাহিমের মৃত্যু হয়।
এ ঘটনায় পরে তার বাবা বাদী হয়ে সিলেটের শাহপরাণ থানায় হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং ১০ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানাধীন লোকরা ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার অন্যতম আসামি আলম খান (৩২)-কে গ্রেফতার করে। পরর্তীতে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযুক্ত ফাহিমকে গ্রেফতার করে র্যাব।