কওমি কণ্ঠ রিপোর্টার, গোলাপগঞ্জ (সিলেট) :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় রেস্টুরেন্টের লাইসেন্স ব্যবহার করে কাপড়সহ বিভিন্ন পণ্যের মেলা আয়োজনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও ব্যবসায়ীদের জোরালো প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত বন্ধ করা হয়েছে আলোচিত মেলার কার্যক্রম। বণিক সমিতির সক্রিয় হস্তক্ষেপ এবং ব্যবসায়ীদের সম্মিলিত দাবির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে ‘খাবারের লাইসেন্সে কাপড় বিক্রি: গোলাপগঞ্জে রেস্টুরেন্টে মেলা নিয়ে বাড়ছে ক্ষোভ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সংবাদটি স্থানীয় ব্যবসায়ী সমাজের মধ্যে সচেতনতা তৈরি করে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরপরই ব্যবসায়ীদের নিয়ে জরুরি বৈঠক করে গোলাপগঞ্জ বাজার বণিক সমিতি। পরে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে রেস্টুরেন্টে নিয়মবহির্ভূত মেলার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় পৌর শহরের নিকটবর্তী সানরাইজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে অনুষ্ঠিতব্য ২৫–২৭ ডিসেম্বরের মেলা বাতিল করা হয়।
বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ বলেন, “আমরা কোন ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। আমরা পুরো বাজার রক্ষা করতে চাই। ব্যবসায়ীদের ঐক্য এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কারণেই আজ আমরা ইতিবাচক ফল পেয়েছি।”
ব্যবসায়ীরা মেলা বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি ন্যায্য প্রতিযোগিতা ও বৈধ ব্যবসা রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির। তারা জানান, ভবিষ্যতে কোনো রেস্টুরেন্ট বা প্রতিষ্ঠান যদি লাইসেন্সের শর্ত ভেঙে ব্যবসায়ীদের স্বার্থবিরোধী কার্যক্রমে জড়িত হয়, তাহলে আর নীরব থাকা হবে না।
গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী নানু মিয়া বলেন, প্রমাণ হয়েছে, ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হলে অন্যায় থামানো সম্ভব। ভবিষ্যতেও এভাবেই সম্মিলিত আওয়াজ তুলতে হবে।
ব্যবসায়ীরা জানান, শুধু একটি মেলা বন্ধ করাই তাদের লক্ষ্য নয়। তারা চান, রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টারে লাইসেন্স বহির্ভূত বাণিজ্য বন্ধ, বাজার এলাকায় যেকোনো মেলা আয়োজনের ক্ষেত্রে স্বচ্ছ ও আইনসম্মত অনুমোদন, স্থায়ী ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো অস্থায়ী বাণিজ্যিক কার্যক্রম না হওয়া
সচেতন নাগরিকরা মনে করছেন, এই ঘটনা প্রমাণ করে—দায়িত্বশীল সংবাদ প্রকাশ, সংগঠিত ব্যবসায়ী সমাজ এবং প্রশাসনের সমন্বয় থাকলে স্থানীয় পর্যায়ের অনিয়ম রোধ করা সম্ভব। একই সঙ্গে এটি অন্যান্য বাজারের জন্যও একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।