কওমি কণ্ঠ রিপোর্টার :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেট-৩ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা লোকমান আহমদ ও মৌলভীবাজার-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মান্নান নিজ বাড়িতে অবরুদ্ধ হয়ে আছেন।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরিক দুটি দলকে এই দুই আসন ছেড়ে দেওয়ার প্রতিবাদ এবং মাওলানা লোকমান আহমদ ও আব্দুল মান্নান প্রার্থিতা প্রত্যাহার না করার দাবিতে তাদের কর্মী-সমর্থকরা বাড়ি অবরোধ করেছেন বলে জানা গেছে।
দুপুর ১টা থেকে এ দুই প্রার্থীকে তাদের নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়।
এ রিপোর্ট লেখা (বিকাল ৩টা) তারা দুজন অবরুদ্ধ ছিলেন।
তবে অনেকেই এ ঘটনাকে ওই দুই প্রার্থীর ‘নাটক’ বলে মনে করছেন। তাদের বক্তব্য- সিলেট-৩ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা লোকমান আহমদ ও মৌলভীবাজার-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মান্নান নিজেদের কর্মী-সমর্থকদের উস্কে দিয়ে পরিকল্পিতভাবে নিজ বাড়িতে অবরুদ্ধ রয়েছেন, যাতে প্রত্যাহারের সময় শেষ হয়ে যায় এবং প্রার্থিতা বহাল থাকে।