পাথর লুটকাণ্ডে আলোচিত সাহাব উদ্দিনকে পদ ফিরিয়ে দিলো বিএনপি

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে আলোচিত পাথর লুটকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত নেতা মো. সাহাব উদ্দিনকে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। পাশাপাশি ফিরিয়ে দিয়েছে আগের পদ।

বিতর্কিত ওই নেতা সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।

গত ১১ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক দলীয় বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনকে বহিষ্কার করা এবং তার দুই পদ কেড়ে নেওয়া হয়। এর সাড়ে ৪ মাসের মাথায় এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি। 

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা আরেক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- মো. সাহাব উদ্দিনের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ (১ জানুয়ারি) তার পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

আজকের বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট ছাড়াও আরও বিভিন্ন জায়গায় কয়েকজন বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি।

উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কারের পর সাহাব উদ্দিনকে ১৩ সেপ্টেম্বর রাতে সিলেট মহানগরের কুমারপাড়া এলাকা থেকে গ্রেফতার করে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। পরে আদালতের নির্দেশে ১ দিনের রিমান্ডেও নেয় পুলিশ।

গ্রেফতারের পর র‍‍্যাব জানায়, সাহাব উদ্দিনের বিরুদ্ধে সাদাপাথর লুট ছাড়াও সাতটি মামলা রয়েছে।

এছাড়া তিনি জেলহাজতে থাকা অবস্থায় এক হাজিরার দিন তাঁর কর্মী-সমর্থকরা সিলেট আদালত চত্বরে সাংবাদিকদের উপর হামলা করেন বলে রয়েছে গুরুতর অভিযোগ। 

এ অবস্থায় সেই সাহাব উদ্দিনকে দলে নিয়ে তাঁর সব পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি।