দক্ষিণ সুরমায় দুর্ঘটনা, ছেলের পর বাবার মৃ ত্যু

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাত মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত গেদা মিয়া (৫৫) মারা গেছেন। এ দুর্ঘটনায় ছেলে মৃত্যুর ৫দিন পরে মারা গেলেন বাবা।

রোববার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেদা মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের চর মুহাম্মদপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

এর আগে গত বুধবার সকালে শ্রমজীবী গেদা মিয়া ও তার পুত্র রুহিন সিএনজিচালিত অটোরিকশাযোগে সিলেট থেেকে বিশ্বনাথের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাত মাইল নামক স্থানে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয়ের বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে রুহিন ও তার পিতা গেদা মিয়া গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রুহিন মারা যান। 

আর হাসপাতালে ৫দিন চিকিৎসাধীন থাকার পর রোববার গেদা মিয়াও মারা যান। 

মৃত্যুর বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।