কওমি কণ্ঠ ডেস্ক :
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে আধুনিক ও মান সম্মত শিশু শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে ব্রাইট ফিউচার স্কুলের শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় পৌর এলাকার মোরারবাজার সংলগ্ন পূর্ব কাউপুর রোডে স্কুল ক্যাম্পাসে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করেন অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষাবীদ লিয়াকত শাহ ফরিদী।
বক্তব্যে তিনি বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ। তাই তাদের শিক্ষা হতে হবে সময়োপযোগী, মানবিক ও আনন্দময়। আধুনিক শিক্ষা মানে শুধু বইয়ের পাঠ নয়—এটি হলো চিন্তা করার ক্ষমতা, সৃজনশীলতা, নৈতিকতা এবং বাস্তব জীবনের জন্য প্রস্তুতির সমন্বয়।
আজকের বিশ্ব প্রযুক্তিনির্ভর। তাই শিশুদের ছোটবেলা থেকেই তথ্যপ্রযুক্তি, ভাষা শিক্ষা, যোগাযোগ দক্ষতা ও সমস্যা সমাধানের কৌশল শেখানো অত্যন্ত জরুরি। একই সঙ্গে তাদের মধ্যে সততা, শৃঙ্খলা, সহমর্মিতা ও দেশপ্রেমের বীজ বপন করাও আধুনিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।
তিনি বলেন, আধুনিক শিক্ষা এমন হওয়া উচিত, যেখানে শিশু আনন্দের সঙ্গে শিখবে, প্রশ্ন করতে শিখবে এবং নিজের মেধা বিকাশের সুযোগ পাবে। শিক্ষক হবেন পথপ্রদর্শক, আর শিক্ষাপ্রতিষ্ঠান হবে নিরাপদ ও অনুপ্রেরণার জায়গা। শিশুদের জন্য এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে তারা জ্ঞানী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবেও গড়ে উঠবে।
ব্রাইট ফিউচার স্কুলের ডিরেক্টর ও উপদেষ্টা শাহ আশিকুর রহমানের সভাপতিত্বে ও স্কুল বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের কো-অর্ডিনেটর মাস্টার নিশি কান্ত পাল, যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজ সেবক সেবুল মিয়া, রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি খালেদ উদ-দীন, বিশিষ্ট রাজনীতিবীদ কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, যুক্তরাজ্য কমিউনিটি নেতা সেবুল আহমদ, বিশ্বনাথ পৌরসভার সাবেক কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, দৌলতপুর ইউপি সদস্য শফিক আহমদ পিয়ার, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল দুলাল আহমদ, স্কুল ডিরেক্টর ও ব্যবসায়ী বাবুল মিয়া, রামপাশা ইউপি সদস্য আফিজ আলী, ক্রোয়েশিয়া প্রবাসী সঞ্জয় কান্তি দে ইমন, বিশিষ্ট শিক্ষানুরাগী ধন মিয়া, স্কুলের উপদেষ্টা শাহ মফিজ আলী, বাস্তবায়ন কমিটির সভাপতি আবদুল করিম, কোষাধ্যক্ষ শাহ কয়েছ আহমদ, ডিরেক্টর এরশাদ আহমদ ইমন, দুলাল আহমদ, খালেদ আহমদ ও ফয়জুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ডিরেক্টর আনহার আলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোরার বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বিলাল আহমদ।
এছাড়া ইংরেজিতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ৩য় শ্রেণির ছাত্রী সাল সাবিল সারা।