কওমি কণ্ঠ রিপোর্টার :
হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে পৃথক অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সোমবার (৬ জানুয়ারি) সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিমছাপৈর গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে রুয়েল আহমেদ (২৬), একই উপজেলার কিরদা কাপন গ্রামের কিরণ মিয়ার ছেলে আলী হোসেন (আফজাল- ২২), সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা গ্রামের শাজলু মিয়ার ছেলে আজাদ মিয়া (২৩) একই উপজেলার বীরগাঁওয়ের লেবু মিয়ার ছেলে সোয়েব মিয়া (২৭) ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার নয়ানি গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে আমির হোসেন (২৪)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মশিহুর রহমান সোহেল জানান- তাদের শায়েস্তাগঞ্জ (সিপিসি-৩) ক্যাম্পের একটি দল সোমবার সকাল ৭টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ রুয়েল, আলী হোসেন, আজাদ ও সোয়েবকে আটক করে।
এছাড়াও র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ (সিপিসি-৩) ক্যাম্পের আরেকটি টিম সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া থেকে ১০ কেজি গাঁজাসহ আমির হোসেনকে আটক করে।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।