কওমি কণ্ঠ রিপোর্টার :
সুনামগঞ্জে সুমি দাশ নামের স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কিশাল শেখর দাসকে (২৪) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাবের একটি টিম বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সুনামগঞ্জ সদর থানাধীন ষোলঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
কিশাল শেখর দাস সুনামগঞ্জ জেলার দিরাই থানার টাইলা গ্রামের কুলেন্দু শেখর দাসের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, সুমি দাশ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন দত্তগ্রাম এলাকার বাসিন্দা। তার সঙ্গে কিশাল শেখর দাসর পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই সুমি দাসকে তার স্বামী ও তার শশুর-শাশুড়ি নির্যাতন করতেন। দুই মাস পূর্বে নির্যাতন সইতে না পেরে সুমি বাবার বাড়িতে চলে যায়। এর দেড় মাস পর সুমির শশুর-শাশুড়ি তার বাবার বাড়িতে গিয়ে বুঝিয়ে-সুঝিয়ে তাকে ফের সুনামগঞ্জ সদর মডেল থানাধীন ধোপাখালী এলাকার তাদের ভাড়াটিয়া বাসায় নিয়ে আসে। কিন্তু এরপরও নির্যাতন থেমে থাকে না।
এরই মাঝে বুধবার (৭ জানুয়ারি) বিকালে সুমির শশুর তার মা-কে মোবাইল ফোনের মাধ্যমে জানায়, সুমি মেয়ে মারা গেছেন এবং লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে আছে। বিষয়টি জানার পরপরই সুমির মাতা ও আত্মীয়-স্বজন নামগঞ্জ সদর হাসপাতালে গিয়ে লাশের গলা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম দেখতে পান।
তাদের অভিযোগ- সুমির স্বামী ও তার শশুর-শাশুড়ি সবাই মিলে তাকে মারধর করে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করেছে।
পরে সুমির মাতা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে প্রধান অভিযুক্ত কিশাল শেখর দাসকে গ্রেফতার করেছে র্যাব। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।