কওমি কণ্ঠ রিপোর্টার :
জরুরি মেরামত ও সংস্কারকাজের শনিবার (১০ জানুয়ারি) সিলেট মহানগর, সিলেটের বিশ্বনাথ, ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলা এবং মৌলভীবাজারের বেশ কিছু এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২, মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ এবং সিলেটের ওসমানীনগর জোনাল অফিস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।
জানা গেছে- ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার ডাল কাটার জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা সিলেটের ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো- সিলেট মহানগরেরর গুরুত্বপূর্ণ শাহজালাল উপশহরের ব্লক-এইচ, আই, ই, এফ, জি ও ডি, স্প্রিং টাওয়ার, ইন্ডিয়ান হাইকমিশন, পুলিশ কমিশনার অফিস ও আশপাশের এলাকা।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র রমজান ও গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে ফরিদপুরের বেশ কিছু এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এদিকে, ওসমানী জোনাল অফিসের অধীনস্থ বিশ্বনাথ-৪ উপকেন্দ্রের ৫ নং ফিডারের ব্যাকবোন লাইনের আওতায় মেইন লাইনের পাশে গাছের ডালপালা কাটার জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ধর্মদা, নাজিরবাজার, ঝাঝর, এবদালপুর, জাফরাবাদ, চিন্তামনি (আংশিক), সাধুগ্রাম, রাজাপুর, ফরিদপুর, রাঘবপুর, ইকবালপুর, পশ্চিম শ্বাসরাম, পূর্ব শ্বাসরাম, আবরকপুর, রঘুপুর, তাতিকোনা, মোহাম্মদপুর, নিজ কুরুয়া, চন্ডিতিয়র (আংশিক), কেশবপুর গ্রাম সমুহ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে, মৌলভীবাজারে ৩৩ কেভি রিং ফিডারের সংস্কারকাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাত ঘণ্টা ১১ কেভি ডিসি ফিডার, ১১ কেভি সোনাপুর ফিডার, ১১ কেভি পিটিআই ফিডার, ১১ কেভি ধরকাপন ফিডার, ১১ কেভি সদর হাসপাতাল ফিডার ১১ কেভি কুসুমবাগ ফিডার এবং ১১ কেভি কাজিরগাঁও ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এই এলাকাগুলো হলো- মৌলভীবাজারের কোর্ট রোড, ওয়াপদা রোড, বনশ্রী, ডিসি অফিস, উত্তর কলিমাবাদ, দক্ষিণ কলিমাবাদ, আরামবাগ, টিকাবাড়ী, চুবড়া, রঘুন্দনপুর, কাজিরগাঁও, সদর হাসপাতাল, দরগামহল্লা, কুদালীপুল, বেজবাড়ী, পিটিআই রোড, বনবিথী, সোনাপুর, বড়বাড়ী ও কালেঙ্গা রোড।
এছাড়া উল্লেখিত সময়ে মৌলভীবাজারের ভকেশনাল রোড, বর্শিজোড়া, শ্যামলী রোড, ফাটাবিল, নোয়াগাঁও, নতুনবাজার, শ্রীমঙ্গল রোড, ইসলামবাগ, ধরকাপন, দর্জিরমহল, সিলেট রোড, হিলালপুর, মোস্তফাপুর রোড, বেরীর পাড়, শাহ মোস্তফা রোড, কুসুমবাগ, এম সাইফুর রহমান রোড, বড়হাট ও হিলালপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই মেরামত ও সংস্কারকাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে এসব জেলায় বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।