কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে পৌনে ২ কোটি টাকার ভারতীয় চোরাই পশু, পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। বাহিনীটির ৪৮ ব্যাটালিয়নের কয়েকটি বিওপি'র টহল টিম বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিভিন্ন সময় অভিযান চালিয়ে এসব জব্দ করে।
এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, তাদের ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী সংগ্রাম, দমদমিয়া, লবিয়া, কালাইরাগ, তামাবিল, বাংলাবাজার, শ্রীপুর এবং বিছনাকান্দি বিওপি'র জয়ানরা অভিযান পরিচালনা করে ১ কোটি ৭৪ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে, মেলনোর ক্রিম, ক্লোবিটা ক্রিম, গোমেলা ক্রিম, ফোমিং ফেস ওয়াশ, স্কিন সানরাইজ ক্রিম, আল্ট্রা ব্রাইট ক্রিম, স্কিন সাইন ক্রিম, হোয়াইট টোন ক্রিম, চকলেট, ক্লোপ জি ক্রিম, হেয়ার ফল সিরাম, চিনি, গ্লোটাবেট সি ক্রিম, সানস্কিন জেল, গরু, শুটকি, সুপারি, বিয়ার ও মদ এব বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করে।
এছাড়া চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করে বিজিবি।