প্রাথমিক শিক্ষা জাতি গঠনের ভিত্তি : সুনামগঞ্জে উপদেষ্টা বিধান রঞ্জন

কওমি কণ্ঠ ডেস্ক :

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রবিবার (১১ জানুয়ারি) সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় অবস্থিত গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বিদ্যালয়গুলোর সার্বিক শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থী উপস্থিতি ও অবকাঠামোগত বিষয়াদি ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উপদেষ্টা বলেন- প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতি গঠনের ভিত্তি। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।