কওমি কণ্ঠ রিপোর্টার :
২০২০ সালের ১০ অক্টোবর দিবাত রাতে পুলিশের নির্মমতার শিকার হয়ে মৃত্যুবরণকারী সিলেটের রায়হান আহমদের মাকে সান্ত্বনা দিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সিলেট মহানগরের একটি হোটেলে আমার দেশ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাহমুদুর রহমান। সভায় রায়হানের মা উপস্থিত ছিলেন। এসময় মাহমুদুর রহমানের কাছে ছেলের মৃত্যু ও পুলিশের নির্মমতার বিবরণ দিতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। এসময় আমার দেশ সম্পাদক রায়হানের মা সালমা বেগমকে সান্ত্বনা দেন এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এর আগে সুধী সমাবেশে বক্তৃতাকালে মাহমুদুর রহমান বলেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছিলেন যে- শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য। তিনি এটা করতে পারেন না। এটা দেশদ্রোহিতা। দেশদ্রোহিতার জন্য তাকে গ্রেপ্তার করুন।
আমার দেশ-এর সম্পাদক আরো বলেন, মোমেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে স্বামী-স্ত্রীর সম্পর্কের সঙ্গে তুলনা করেছিলেন। এটা লজ্জাজনক। সিলেটবাসীকেও তিনি অপমান করেছেন।
আমার দেশ-এর সিলেট ব্যুরো চিফ খালেদ আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।
সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ ও ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী।