বিলে মাছ ধরা নিয়ে সং ঘ র্ষ-গো লা গু লি

  • অর্ধশতাধিক আহত

কওমি কণ্ঠ রিপোর্টার :
হবিগঞ্জে বিলে মাছ ধরা নিয়ে দু’গ্রামবাসির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয়রা জানান, সদর উপজেলার জয়নগর গ্রামের পার্শ্ববর্তী একটি বিল লিজ নেয় রিচি গ্রামের জসিম-ওয়াসিমসহ তার লোকজন। সোমবার সন্ধ্যায় মাছ ধরার জন্য লিজকৃত ওই বিলের বাঁধ কেটে পানি ছেড়ে দেয় জসিমের লোকজন। কিন্তু এতে বাঁধা দেয় জয়নগর গ্রামের মানিক মিয়ার ছেলে নাজমুল মিয়া। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে দু’ গ্রামের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রিচি গ্রামের লোকজন বন্ধুক ব্যবহার করলে গুলিবিদ্ধ হয় প্রতিপক্ষের লোকজন। 

প্রায় দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক লোকজন আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জয়নগর গ্রামের জলিল মিয়া, বাছির মিয়া, নাজমুল ও জব্বার আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, বিলে মাছ ধরা নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।