কওমি কণ্ঠ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘১১ দলীয় জোট’র আসন বণ্টনের ঘোষণা হয়েছে গতকাল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রেস ব্রিফিং করে জোটের ১০টি দলের প্রার্থিতা ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
সমঝোতা অনুযায়ী- নেতৃত্ব দানকারী দল জামায়াতে ইসলামী ১৭৯ আসনে প্রার্থী দিবে। আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লড়াই করবে ৩০টি আসনে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, এবি পার্টি ৩, নেজামে ইসলাম ২ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২ আসনে প্রার্থী দিয়ে লড়াই করবে।
এর মধ্যে খেলাফত মজলিসের ১০টি আসন হচ্ছে- সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা), সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা), মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা), হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা), হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর উপজেলা), মানিকগঞ্জ-২ (সদরের আংশিক, সিংগাইর ও হরিরামপুর উপজেলা), নারায়ণগঞ্জ-৫ (সিটি কর্পোরেশনের আংশিক ও বন্দর উপজেলা, কুমিল্লা-৭ (চান্দিনা উপজেলা), চট্টগ্রাম-১৩ (আনোয়ার ও কর্ণফুলী উপজেলা) ও কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা)।
ধারাবাহিকভাবে এ আসনগুলোর প্রার্থী হচ্ছেন- দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, জেলার উপদেষ্টা মুফতি আবুল হাসান, আহমদ বিলাল, আমিরে মজলিস মাওলানা আবদুল বাসিত ও দলের মহাসচিব আহমদ আবদুল কাদের।