কওমি কণ্ঠ রিপোর্টার, হবিগঞ্জ :
হবিগঞ্জের নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে তাকরিম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সে উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামের শহিদুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তাকরিম পরিবারের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা এ সময় অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন।
পরিবারের লোকজন তাকে কোথায়ও না পেয়ে খুঁজতে থাকেন। পরে পুকুর থেকে তার ভাসমান দেহ উদ্ধার করে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার এস. আই. সাহরিয়ার আহমেদ।