কওমি কণ্ঠ রিপোর্টার :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সারাদেশে ২৫৩টি আসনে ১১ দলীয় ‘জোট’র প্রার্থী তালিকা ঘোষণা করেছেন।
আসন সমঝোতার পর সিলেট বিভাগের ১৯টি আসনে ১১ দলীয় জোটের কে কোন আসনে প্রার্থী- তা জানা গেছে।
এই সমঝোতায় সিলেট বিভাগে জামায়াত, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য আসন বণ্টন করা হয়েছে।
সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে জামায়াতে ইসলামী ও দুটি আসনে খেলাফত মজলিস প্রার্থী দিচ্ছে।
সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। সিলেট-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী। সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা লোকমান আহমদ। সিলেট-৪ আসনে জামায়াতের প্রার্থী জয়নাল আহমদ। সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. আবুল হাসান। আর সিলেট-৬ আসনে জামায়াতের হয়ে লড়বেন মো. সেলিম উদ্দিন।
সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনের মধ্যে তিনটিতে জামায়াত ও বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী দিয়েছে এবং দুটি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
সুনামগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে রাখা হয়েছে মো. রফিকুল ইসলামকে। সুনামগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ শিশির মনির। সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ শাহিনুর পাশা চৌধুরী। সুনামগঞ্জ-৪ আসনে জামায়াতের প্রার্থী মো. শামছ উদ্দিন। সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম।
মৌলভীবাজার জেলার চারটি আসনের মধ্যে দুটি আসনে জামায়াত, একটি আসনে খেলাফত মজলিস এবং একটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী দিচ্ছে।
মৌলভীবাজার-১ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম। মৌলভীবাজার-২ আসনে জামায়াতের প্রার্থী মো. সায়েদ আলী। মৌলভীবাজার-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মাদ লুৎফুর রহমান কামালী। মৌলভীবাজার-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী।
হবিগঞ্জ জেলার চারটি আসনের মধ্যে একটি আসনে জামায়াত, দুটি আসনে খেলাফত মজলিস এবং একটি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
হবিগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থী মো. শাহজাহান। হবিগঞ্জ-২ আসনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ। হবিগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে রাখা হয়েছে মহিব উদ্দিন আহমেদ সুহেলকে। হবিগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আব্দুল কাদের।
এই সমঝোতায় জামায়াত ১৭৯টি আসনে প্রার্থী দিচ্ছে, জাতীয় নাগরিক পার্টি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি ও নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।