সাদপন্থিরা ইজতেমা করতে পারবেন না আগামীতে

  • মাঠ পাবেন ৮ ফেব্রুয়ারি

কওমি কণ্ঠ ডেস্ক :

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আয়োজনের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি ইজতেমা মাঠ মাওলানা সাদ অনুসারীদের বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান। 

মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

তিনি বলেন, ‘বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দ্বিতীয় ধাপের কার্যক্রম বুধবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। মোনাজাত শেষে সন্ধ্যায় শুরায়ী নেজাম (জুবায়ের অনুসারী) পুলিশকে মাঠ বুঝিয়ে দেবে। তারপর ইজতেমা মাঠ দুইদিন পুলিশের হেফাজতে থাকবে।’

তিনি আরও বলেন, ‘ইজতেমা দ্বিতীয় পর্ব (১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি) আয়োজনের জন্য মাওলানা সাদ অনুসারীদের ৮ ফেব্রুয়ারি মাঠ বুঝিয়ে দেবে পুলিশ। মাঠ বুঝে পাওয়ার পর তারা মাঠ ইজতেমার জন্য নতুন করে প্রস্তুত করবেন।’ 

এদিকে আগামী বছর থেকে টঙ্গীতে ইজতেমা আয়োজন করতে পারবে না- এমন শর্ত আরোপ করে আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্বের অনুমতি দেওয়া হয়েছে মাওলানা সা’দ অনুসারীদের। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৬ থেকে জারি করা এক প্রজ্ঞাপন এ সিদ্ধান্ত জানানো হয়। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরায়ে নেজামের কাছে ইজতেমা ময়দান হস্তান্তর করা হবে। 

তবে এর আগে গত ২৭ জানুয়ারি তারিখেও এমন সিদ্ধান্ত জানিয়ে সা'দ অনুসারীদের চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই সময় সা'দ অনুসারীরাও এমন সিদ্ধান্ত না মেনে পালটা চিঠি দেয় মন্ত্রণালয়ে।

উল্লেখ্য, ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ৫৮তম বিশ্ব-ইজতেমার প্রথম পর্ব সম্পন্ন করে বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ে নেজামের অধীনে জুবায়েরপন্থিরা। প্রথম ধাপে ৪১ জেলার মুসল্লিরা অংশ নেন। 

দ্বিতীয় পর্বের ইজতেমা চলছে। এতে মোট ৪০টি খিত্তায় ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন, যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলার মুসল্লিরা। 

এ ছাড়া বিদেশি মেহমানদের জন্য রয়েছে আলাদা তাঁবু। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এ পর্ব।