কওমি কণ্ঠ রিপোর্টার :
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২১ জানুয়ারি রাতে সিলেট আসবেন। পরদিন (২২ জানুয়ারি) হজরত শাহজালাল ও শাহপরাণ (রাহ.)-এর মাজার জিয়ারত শেষে সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এর মধ্যদিয়েই বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।
তারেক রহমানের সিলেট সফর ও জনসভা উপলক্ষ্যে ইতোমধ্যে নানা প্রস্তুতি শুরু করেছে স্থানীয় বিএনপি। এরই অংশ হিসেবে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন সিলেট বিএনপির নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন- জনাব তারেক রহমানের সিলেটের সফরসূচি চূড়ান্ত হওয়ার পর থেকেই প্রস্তুতি শুরু করেছি আমরা। এরই অংশ হিসেবে আজ জনসভাস্থল পরিদর্শন করছি। জেলা ও মহানগর নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিট, বিভাগের আসনগুলোর প্রার্থীসহ হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার নেতারাও প্রস্তুতিকাজে দিনরাত সহযোগিতা করছেন। আগামী দিনগুলোতে আমাদের করণীয় কী- পরিদর্শন শেষে এ বিষয়ে আলোচনা হবে।
তিনি আরও বলেন- শুধু বিএনপি প্রধান হিসেবেই জনাব তারেক রহমানের এই সফর গুরুত্বপূর্ণ নয়, তিনি সিলেটের বড় আত্মীয়-ও। তাই তাঁর এই সফর ও জনসভাকে সবোর্চ্চ সফলতা দিতে আমাদের যা যা করা প্রয়োজেন সব করবো। যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সিলেটের তারেক রহমানের এই জনসভার দিকে শুধু দেশ নয়, পুরো বিশ্ব তাকিয়ে আছে। এছাড়া তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীসহ পুরো সিলেটবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিএনপির কান্ডারিকে বরণ করতে প্রস্তুত হচ্ছে পুরো সিলেট।
আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট-৪ আসনের বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, কেন্দ্রীয় বিএনপির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পঙ্খি, বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি শাহজামাল নুরুল হুদা, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান, যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, কোহিনূর আহমেদ ও মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।