কওমি কণ্ঠ রিপোর্টার :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা সিলেট-১ আসনে বাতিল হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে ইলেকশ কমশন।
রবিবার (১৮ জানুয়ারি) প্রার্থীদের আপিল শুনানির শেষ দিনে ইসি তাঁর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে।
এহতেশামুল হক এনসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট-১ আসনে তার দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী। গত ৩ জানুয়ারি (শনিবার) রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ‘দ্বৈত নাগরিকত্বধারী’ ইস্যুতে তাঁর মনোনয়নপত্র স্থগিত রাখা হয় এবং পরদিন (৪ জানুয়ারি) যুক্তরাজ্যের নাগরিকত্ব প্রত্যাহার সংক্রান্ত প্রমাণপত্র দাখিল করতে না পারায় মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
তবে তার প্রতি ‘বৈষম্য’ করা হয়েছে বলে সংবাদ সম্মেলন করেন।
গত ৬ জানুয়ারি বেলা আড়াইটায় সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এহতেশামুল হক বলেন- ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর দ্বৈত নাগরিত্ব রয়েছে। কিন্তু এদের ক্ষেত্রে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা কোনো প্রশ্ন তুলেননি। এছাড়া আমার প্রার্থিতা যে কারণে বাতিল ঘোষণা করেছেন সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা, সেই একই কারণে সিলেট-৩ আসনের বিএনপির প্রার্থীরও মনোনয়নপত্র অবৈধ হওয়ার কথা। কিন্তু রিটার্নিং কর্মকর্তা এখানে বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণ করেছেন। প্রশাসনসহ সবাই যেন একটি দলের দিকে ঝুঁকে পড়েছে। সবকিছু গুলশানকেন্দ্রীক হয়ে যাচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’
এদিকে, ১০ দলীয় ‘জোটে’ থাকা এনসিপিকে সিলেট বিভাগে কোনো আসনই দেয়নি নেতৃত্ব দেওয়া দল জামায়াত। সিলেট-১ আসনে সেই ‘জোট’র প্রার্থী জামায়াতের জেলা শাখার আমির মাওলানা হাবিবুর রহমান।
এখন দেখার বিষয়- আসনটির এনসিপির প্রার্থী এহতেশামুল হক মনোনয়ন প্রত্যাহার করেন কি না।