সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকরের মনোনয়ন বৈধ

কওমি কণ্ঠ রিপোর্টার :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রবাসী প্রকৌশলী মইনুল বাকরের মনোনয়ন প্রাথমিক বাছাইয়ে অবৈধ ঘোষণা করেছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা। 

তবে রবিবার (১৮ জানুয়ারি) প্রার্থীদের আপিল শুনানির শেষ দিনে ইলেকশ কমিশন তাঁর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।

মইনুল বাকর বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রকৌশলী। 

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে যুক্তরাজ্য থেকে গত বছর দেশে সংবাদ সম্মেল করে জানান- বিলেতের বিলাসী জীবন নয়, তার হৃদয়ে স্থান করে নিয়েছে মানুষের স্বপ্ন। দীর্ঘদিন পর দেশে নির্বাচনের পরিবেশ ফিরে আসায় মানুষের সেবা করার সুযোগ এসেছে। সেজন্যই মানুষের সেবার লক্ষ্য নিয়ে তিনি প্রার্থী হতে চান সিলেট-৩ আসনে।  

মইনুল বাকর বলেন- ‘আমি কোনো রাজনৈতিক দলের প্রার্থী না। আমি জনগণের প্রতিনিধি হতে চাই। কারণ, আমার শেকড় এই এলাকায়। আমার স্বপ্ন এই এলাকার প্রতিটি মানুষের মুখে হাসি ফোঁটানো।’

সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মইনুল বাকর জানান- তিনি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। সেখানে উচ্চশিক্ষা শেষে আইটি খাতে নিজের ব্যবসা গড়ে তোলেন। বর্তমানে যুক্তরাজ্য ও মিশরে তার দুটি সফল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। একই সঙ্গে তিনি অ্যাপলের একজন স্বীকৃত হার্ডওয়্যার ও সফটওয়্যার বিশেষজ্ঞ। তবে এসব অর্জন তাকে থামাতে পারেনি। গত ১০ বছর ধরে বাংলাদেশ বেওয়ারিশ ফাউন্ডেশনের মাধ্যমে দেশের ৬৪ জেলায় তিনি অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন।

তিনি আরও বলেন- ‘আমরা শতাধিক বেওয়ারিশ মানুষের চিকিৎসা করেছি, ঘর নির্মাণ করে দিয়েছি, শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছি, মাদ্রাসায় ফ্রি পাঠদান চালু করেছি। এসব কাজ থেমে থাকবে না।’

১৯৯৬ সালে সিলেট-২ আসন থেকে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন মইনুল। এরপর আর নির্বাচনে অংশ নেননি। তবে দেশ ও মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই এবার সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘দেশে ফিরে আমি দেখি আমার এলাকার মানুষ এখনো অবহেলিত। নদী ভাঙন, রাস্তাঘাটের দুরবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকট প্রকট। আমি এসব দেখতে পারি না। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি- সংসদে গিয়ে মানুষের পক্ষে কথা বলবো।’