‘ঘুষ’, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ডিসি’র কঠোর বার্তা

কওমি কণ্ঠ রিপোর্টার :

সরকারি দপ্তরসমূহে সেবা গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে কড়া বার্তা দিয়েছে সিলেট জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বলা হয়েছে- সম্প্রতি কিছু ব্যক্তি সরকারি সেবা পাইয়ে দেওয়ার নামে মিথ্যা প্রলোভন দেখিয়ে সেবা প্রত্যাশীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করছেন- এমন অভিযোগ পাওয়া গেছে।

তিনি বলেন* সরকারি দপ্তরসমূহে সেবা গ্রহণের জন্য সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত কোনো অর্থ গ্রহণ বা প্রদান করা আইনবিরুদ্ধ। একইসঙ্গে, অতিরিক্ত ফি গ্রহণে বা প্রদানে উৎসাহ প্রদান এবং সেবা পাইয়ে দেওয়ার নামে অবৈধভাবে অর্থ আদায় থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে- এ ধরনের কোনো অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পাশাপাশি সিলেট জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।