- প্রতিকৃতি অপসারণে ৩ দিনের আল্টিমেটাম তাওহিদি জনতার
কওমি কণ্ঠ রিপোর্টার :
তিন দিনের মধ্যে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল (প্রতিকৃতি) অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ‘তাওহিদি জনতা’র ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সভা থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।
কর্মসূচিতে বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে তাওহিদি জনতার বিক্ষোভ মিছিল সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সমান থেকে শুরু হয়ে মহানগরের বন্দরবাজারস্থ কালেক্টরেট মসজিদে সামনে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন- ‘শাহজালাল-শাহপরাণের পূণ্যভূমি সিলেটে ধর্মীয় উপাসনালয় ব্যতিত কোন ব্যক্তির মূর্তি বা ম্যুরাল থাকতে পারে না। ইসলামের দৃষ্টিতে কোনো ব্যক্তির ম্যুরাল বা মূর্তি স্থাপন করা নাজায়েজ ও হারাম। এ ধরনের হারাম ও অনৈসলামিক কাজ সিলেটের মাটিতে হতে দেয়া যায় না। এই ম্যুরাল অপসারণের দাবি এখন সিলেটের ধর্মপ্রাণ জনতার। আগামী ৩ দিনের মধ্যে সিলেট জেলা প্রশাসনকে তাদের কার্যালয়ের সামন থেকে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণ করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি প্রদান করা হবে।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জামেয়া মাদানিয়া কাজিরবাজার’র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মো. রফিকুল ইসলাম, ছাত্রনেতা আখতার আহমদ, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম, আব্দুশ শুকুর, আব্দুল মালেক, লিটন আহমদ চৌধুরী, আলী আহমদ আলী, জিয়াউর রহমান দিপন , শোয়েব আহমদ, শামীম আহমদ, শানুর আহমদ, ফরহাদ আহমদ, জাভেদ আহমদ, শের ইসলাম, হেলাল আহমদ, শাহাদাত আহমদ, সেলিম আহমদ, দুলাল আহমদ ও জিল্লুর রহমান চৌধুরী প্রমুখ।
এদিকে, বুধবার দিবাগত রাতে কে বা কারা সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে জুতার মালা পরিয়ে দেন। সকালে সবাই বিষয়টি দেখতে পান।
এ বিষয়ে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন- এমন কোনো দাবি নিয়ে কেউ আমাদের কাছে আসেননি, বা কোনো স্বারকলিপি অথবা লিখিত কিছু প্রদান করেননি। আর ম্যুরালে জুতার মালা পরানোর বিষয়টিও আমার নজরে আসেনি।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের শুরুতে সারা দেশে শেখ মুজিবুর রহমানের প্রায় ২ হাজার ম্যুরাল ও ভাস্কর্য স্থাপন করার উদ্যোগ নেন শেখ হাসিনা। এর মধ্যে একটি ছিলো সিলেট জেলা প্রশাসক কার্যালরে সামনে। ২০২০ সালের ১৯ আগস্ট এটি উন্মোচন করেন সেসময়ের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ৫ আগস্টের পর এটি কে বা কারা সাদা কাপড় দিয়ে ঢেকে দেন। এবার সেটি অপসারণের দাবি তুলেছেন সিলেটের তাওহিদি জনতা।