৪৩ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ
কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে অনুপ্রবেশকারী ভারতীয় ২ নাগরিককে আটক ও ৪৩ লক্ষ টাকার চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটির ৪৮ ব্যাটালিয়নের ককেয়কটি বিওপি’র জোয়ানরা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ও শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে এসব অভিযান চালান।
আটক ভারতীয় দুই নাগরিক হলেন- মালুছ গারো (৩০) ও করল গারো (৪৫)। তারা ভারতের শিলং ইস্ট খাসিয়া হিলের ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ্র গারোর ছেলে।
বিজিবি জানায়, ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, পান্থুমাই, ডিবিরহাওর, উমা, বিছনাকান্দি, সোনালীচেলা, তামাবিল ও কালাসাদেক বিওপি’র টহল দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, গরু, চা-পাতা, মদ ও ফেন্সিডিল এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করে।
এসব মালামালের মূল্য ৪৩ লক্ষ ৩৪ হাজার ৫০০ টাকা।
অপরদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাবাজার বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৩৪/৫-এস এর প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপাড় নামক স্থান থেকে মালুছ গারো ও করল গারোকে আটক করে বিজিবি।
পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক। তিনি বলেন- সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।