কালামে মুতাকাল্লিম

রশীদ জামীল

এই সময়ে আকিদার জগতে আলমি আন্দাজে কাজ করা অদ্বিতীয় নাম মাওলানা মুহাম্মাদ ইলিয়াস গুম্মান। মানুষটি শুধু বক্তৃতা করেই বেড়ান না, বক্তা তৈরিও করেন। তিনি তাঁর সরগুদায এমন একঝাঁক বক্তা তৈরি করেছেন - যারা তাঁর ভাষায় তাঁরই স্টাইলে দালিলিক আলোচনা করতে পারেন। তিনি শতাধিক মুনাজিরকে এমনভাবে ট্রেইনআপ করেছেন, যাদের যে কেউ তাঁকে রিপ্রেজেন্ট করতে পারে। 
.
মাওলানা ইলিয়াস গুম্মান অতীতকে ভবিষ্যতের সাথে জুড়ে দেওয়ার এমন একটি ব্রিজ, যে ব্রিজ পাড়ি দিলেই মাদানি থানবি নানুতবি হয়ে পৌঁছে যাওয়া যায় ইনদাস সুরাইয়া ইমামে আজমের কাছে, যার ভবিষ‍্যতবানি করে গেছেন নবিয়ে আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 
.
মুতাকাল্লিমে ইসলাম বাংলাদেশ সফর করছেন। উলামায়ে কেরাম কালামে মুতাকাল্লিম দ্বারা মুতমাইন হচ্ছেন। মাদরাসা ছাত্ররা সরাসরি তাঁকে শুনতে পেরে বেশ আন্দোলিত। এই স্পৃহা জেগে থাকা দরকার। 
.
বাংলাদেশে যারা আকাইদ নিয়ে কাজ করছেন, তাদের উচিত হযরতের কাছ থেকে কাজ করার কৌশলটি শিখে রাখা।