কওমি কণ্ঠ রিপোর্টার :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সিলেট মহানগরের কমিটির সংগঠক তৌফিক ওমর তানভীর (২১)-কে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সিলেট মহানগরের মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন স্কুলের পাশে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম কওমি কণ্ঠকে বলেন- ওই তরুণের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার শিকার তরুণ আশঙ্কামুক্ত। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।