সিলেট শহরের ৩৮ নং ওয়ার্ডের অন্তর্গত তানিজমুল কুরআন মাদ্রাসার উদ্যোগে প্রবাসী সংবর্ধনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় মাদ্রাসা মিলনায়তনে এ সংবর্ধনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার পরিচালনা পর্ষদ সভাপতি জনাব অধ্যক্ষ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও পরিচালক মো. নাসিমুর রিয়াজের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আখলাক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, সমাজ সেবক সৈয়দ মারুফ আহমদ, সৌদি আরব জেদ্দা প্রবাসী সমাজসেবী মাও. আব্দুল মুকিত রুপাপুরী, রিয়াদ প্রবাসী মাও. আবুল হোসেন, জেদ্দা প্রবাসী শায়ক হাফিজ শামছুজ্জামান গনী, সিলেট আধুনিক হাসপাতালের এম ডি কায়েস আহমদ, যুক্তরাজ্য প্রবাসী ফজল উদ্দিন, দুয়ারা বাজার কনু মিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি হাফিজ আমিন উদ্দিন, প্রকৌশলী শাহজাহান কবির ডালিম।
মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল মুনিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাদ্রাসার পরিচালক আব্দুদ ওয়াদুদ আল মামুন, অভিবাবকদের মধ্য থেকে এ এ এম মহিউদ্দিন, শিক্ষকদের মধ্য খেকে মাও. মাসুক আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদ্রাসার পরিচালক মোঃ জামাল উদ্দিন, ইফতেখার হোসেন, আ খ ম লোকমান, মোঃ দিলোয়ার হোসেনসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আগামী ৩০ নভেম্বর শনিবার বাদ জোহর হতে মধ্যরাত পর্যন্ত টুকের বাজার শাহী ঈদগাহ ময়দানে মাদ্রাসার ২য় বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি ওমর ফারুক স্বন্দিপী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মাওলানা আলী হাসান উসামা।