ছাত্র জমিয়ত বাংলাদেশ বিশ্বনাথ (সিলেট) উপজেলা শাখার পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ জুমাবার বিকেল ৩ ঘটিকায় বিশ্বনাথ পৌর শহরস্থ জমিয়ত অফিসে আনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ করা হয়।
উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পাদক আল আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বিশ্বনাথ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা জমিয়তের যুব বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা শাহেদ আহমদ, ইসলামী সমাজ কল্যাণ সংস্থা মিরের চর এর সভাপতি মিজানুর রহমান সুজেল, সাংবাদিক আব্বাস হোসেন ইমরান, ছাত্র জমিয়ত বিশ্বনাথ উপজেলার সাবেক সভাপতি ইমরান আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র জমিয়তের সহসভাপতি সালমান চৌধুরী, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, মাদানিয়া মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,রামপাশা ইউনিয়ন সভাপতি মুসা আল মামুন, সাধারণ সম্পাদক তামিম আহমদ, অলংকারী ইউনিয়ন সাধারণ সম্পাদক রুহান আহমদ, দশঘর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।