ই য়া বা র বড় চালানসহ আটক ১

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে ইয়াবা ট্যাবলেটের বড় চালানসহ একজনকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। তাদের একটি টিম বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ থেকে তাকে আটক করে। 

আটক মো. আব্দুল মুতলিব (৫২) সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল গ্রামের মৃত মেকাই মিয়ার ছেলে। 

তার কাছ থেকে ২ হাজার ১৮২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র‍‍্যাব।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল বিষয়টি শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে জানান। তিনি বলেন- আটকের পর আব্দুল মুতলিবের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।