ঐতিহ্যবাহী লাফনাউট মাদরাসায় চলছে দু’দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার লাফনাউটে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বিনি বিদ্যাপীঠ ‘জামেয়া আহলিয়া দারুসসালাম ও দারুল হাদিস’র দুই দিনব্যাপী ৪৭ সালা দস্তারবন্দী মহাসম্মেলন বুধবার (২২ জানুয়ারি) থেকে শুরু হয়েছে।

প্রথম দিন সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত ও দ্বিতীয় দিন (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত মাদরসাা মাঠে এই মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।

১১৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী এই মহাসম্মেলন ৮টি অধিবেশনে অনুষ্ঠিত হবে।

বুধবার সকালে মহাসম্মেলনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম ফুড়িগ্রামী।

প্রথম দিন প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন ভারত থেকে আগত আওলাদে রাসুল (সা.) সায়্যিদ হাসসান মাদানি। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুফতি রেজাউল করীম আবরার।

এছাড়া দুদিনের মহাসম্মেলনে হাটহাজারি মাদরাসার মুহতামিম খলীল আহমদ কাসেমি, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, দেওবন্দের মুফতি আমিন পালনপুরি ও ফয়সাল নাদিম পাকিস্তানিসহ দেশ-বিদেশের শীর্ষ আলেমদের নসিহত পেশ করার কথা রয়েছে।