সুনামগঞ্জে সড়কে গাছ ফেলে ডা কা তি

কওমি কণ্ঠ রিপোর্টার :

সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের দাড়াখাই নামক স্থানে গাছ ফেলে যানবাহন আটকে লুটপাট করেছে একদল ডাকাত। বুধবার দিবাগত রাত (২৩ জানুয়ারি) সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

১৫-২০ জনের ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে ও যাত্রী-চালকদের মারধর করে তাদের কাছ থেকে মোবাইল, টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।

পরে পার্শ্ববর্তী গ্রাম ও কলকলি বাজারে থাকা মানুষজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও ডাকাতির শিকার কয়েকজন জানান- বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের দাড়াখাই নামক (বমবমি ও কলকলি বাজারের মধ্যবর্তী) স্থানে সুনামগঞ্জ-পাগলা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে প্রথমে একটি ট্রাক আটকে এর চালককে অস্ত্র ধরে গাড়িটি সড়কে আড়াআড়ি করে রাখতে বাধ্য করে ডাকাতরা। পরে সেখানে আটকা পড়া বাসসহ অন্তত ২০টি গাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় তারা। এসময় ঘটনাস্থলের পাশের একটি পুকুরে সেচ দিতে থাকা কয়েকজনকেও অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল। খবর পেয়ে পার্শ্ববর্তী কলকলি বাজার ও গ্রামের মানুষজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।

জগন্নাথপুরের স্থানীয় গণমাধ্যমকর্মী জুবায়ের হোসেন বলেন- আমরা কলকলি বাজারে একটি ব্যাডমিন্টন খেলার লাইভ সম্প্রচার করতে গিয়েছিলাম। ফেরার পথে আমরাদের গাড়িও ডাকাতদের কবলে পড়ে। আমাদের গাড়ির চালকও ডাকাতদের মারধরের শিকার হন। তবে মানুষজন চলে আসায় আমাদের কিছু লুট করতে পারেনি।

১৫-২০ জনের ডাকাত দলের সবার হাতে রাম দা ও ধারালো অস্ত্র ছিলো উল্লেখ করে জুবায়ের হোসেন জানান- জিম্মি করা গাড়ির মধ্যে একটি ঢাকাগামী বাস ছিলো। এতে অনেক বিদেশগামী যাত্রী ছিলেন। তাদের অনেকের শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে সব লুটে নেয় ডাকাতরা।

স্থানীয়রা জানান- ঘটনাস্থল আসলে ছাতক, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর- এই ৩ থানার মিলনস্থল। তবে জগন্নাথপুর থানাপুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসছেন বলে জানিয়েছেন।