ফেঞ্চুগঞ্জে ছাত্র জমিয়তের স্মরণসভা ও র‍‍্যালি

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেটের ফেঞ্চুগঞ্জে ছাত্র জমিয়তের উদ্যোগে জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে সভা ও ‘প্রেরণার জুলাই’ র‍‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরে এ কর্মসূচি পালিত হয়।

ফেঞ্চুগঞ্জ থানা রোডের সামন থেকে র‍‍্যালি শুরু হয়ে রিভার ভিউয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় স্মরণসভা।

ছাত্র জমিয়ত ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাহিদ আল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শায়খুল ইসলামের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ফেঞ্চুগঞ্জ শাখার সভাপতি মাওলানা খিজির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক হাফিজ মনসুর আহমদ, যুব জমিয়ত ফেঞ্চুগঞ্জ শাখার প্রচার সম্পাদক জাহিদ হাসান চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

সভার শুরুতেই ছাত্র জমিয়ত ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ খান ‘জুলাই-প্রতিরোধের তাৎপর্য’-শীর্ষক বক্তব্য রাখেন।

শেষে জুলাই শহিদদের জান্নাতের উচ্চ আসন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মুনাজাত করা হয়।