কওমি কণ্ঠ রিপোর্টার :
গত কয়েকদিন ধরে সিলেট বিভাগে বেড়েছে শীতের অনুভূতি। সেই সঙ্গে বেড়েছে কুয়াশার দাপট।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সামান্য সময় সূর্যের দেখা মিললেও ছিলো না কোনো তাপ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই সিলেটের আকাশ কুয়াশায় ঢাকা। বেলা গড়ালেও কুয়াশার দাপটে সূর্য উঁকি দিতে পারছে না সকাল সাড়ে ১০টা পর্যন্ত। এর ফলে সকাল থেকেই তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন অসহায় ও ছিন্নমূল মানুষ।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) সকালের সিলেটের তাপমাত্রা নেমে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। বুধবার ছিলো ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, তা কোথাও কোথাও শুক্রবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।