গহরপুর জামিয়ায় ফুযালা ও প্রাক্তন ছাত্রপুনর্মিলনী

বরেণ্য বুযুর্গ, উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা নূর উদ্দীন গহরপুরী প্রতিষ্ঠিত সিলেটের বালাগঞ্জে অবস্থিত জামিয়া ইসলামিয়া হুসাইনিয়ায় ফুযালা ও প্রাক্তন ছাত্রপুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছিলো বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।

জামিয়ার শিক্ষাসচিব ও মুহাদ্দিস মুফতি আনোয়ার হুসাইন শরীয়তপুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়ার মুহতামিম ও গহরপুরীর ছেলে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ।  

অনুষ্ঠানে ৭০ বছরপূর্তি ও দশসালা দস্তারবন্দি, ফেরাকে বাতেলা প্রতিরোধে করণীয়, জামিয়ার সিনিয়র দুই উস্তাদের ৫০ বছরপূর্তি উপলক্ষে সংবর্ধনা প্রদান, ফুযালা পরিষদ গঠন ও জামিয়ার নতুন ভবন নির্মাণ বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে অনুভূতি পেশ করেন- প্রবীণ ফাযিল মাওলানা মাহবুবুর রহমান মোবারকপুরী, মাওলানা ফারুক আহমদ, জামিয়ার শাইখুল হাদিস মাওলানা আব্দুল হাই উমরপুরী, মাওলানা আব্দুর রশীদ রশিদী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামেয়ার ফাযিল মাওলানা সৈয়দ আলী আসগরসহ প্রমুখ।