কওমি কণ্ঠ ডেস্ক :
৫ই আগস্ট। গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন দুপুর পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা চেয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। হাসিনা বলেন, ঢাকার কোনো বিমানে চড়তে তিনি নিরাপদ বোধ করছেন না। একাধিকবার কথা বলেন দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও।
ভারত যদি বিমান পাঠায় তাহলে তিনি নিরাপদে দেশত্যাগ করতে পারবেন এমনটাও জানান হাসিনা। কিন্তু এরপরও সেদিন তাকে নিতে ভারত কেন বিমান পাঠালো না? কূটনৈতিক সূত্রগুলো কী বলছে? কীই বা কারণ ছিল এর নেপথ্যে? কী প্রমাণ করতে চেয়েছিল ভারত?
ওদিকে আরেকটি দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় ভারত নাকি হুমকিও দিয়েছিল। কী ছিল সেই হুমকি?