কওমি কণ্ঠ ডেস্ক :
মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির কাজের জন্য পাহাড় থেকে মাটি আনতে গিয়ে টিলা ধসে রিপা বুনার্জী (১৪) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানে এ ঘটনা ঘটেছে।
নিহত রিপা বুনার্জী উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের দক্ষিণ লাইন এলাকার শ্যামল বুনার্জীর মেয়ে। সে ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪টায় খালা জ্যোতিকা বুনার্জী ও সবিতা বুনার্জীর সঙ্গে বাঘাছড়া চা বাগানের ১১নং সেকশনে বাড়ির কাজের জন্য মাটি আনতে যায় রিপা বুনার্জী। পাহাড়ের নিচে মাটি খনন করার একপর্যায়ে হঠাৎ করে মাটি ধসে পড়লে রিপা ও তার পিসি জ্যোতিকা মাটির নিচে চাপা পড়ে। এ সময় সবিতা বুনার্জী তাদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়ে এলাকায় খবর দেয়। পরে স্থানীয়রা বিকাল পৌনে ৫টায় টিলার মাটির নিচ থেকে তাদের উদ্ধার করে। ততক্ষণে রিপার মৃত্যু হয়। এ সময় আশংকাজনক অবস্থায় জ্যোতিকা বুনার্জীকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কমলগঞ্জ থানার এসআই জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘরের কাজের জন্য মাটি আনতে গেলে টিলা ধসে রিপা বুনার্জী নামে একজনের মৃত্যু হয়েছে। জ্যোতিকা বুনার্জী নামে একজন আহত হয়েছে।