- আইজিপি’র পরিদর্শন
কওমি কণ্ঠ ডেস্ক :
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মাওলানা জোবায়ের অনুসারীরা আয়োজন করছেন এ ইজতেমা। এ উপলক্ষে বুধবার (২৯ জানুয়ারি) সকালে ইজতেমা মাঠ পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আইজিপি বাহারুল আলম বলেন, ‘ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা ধর্মীয় উদ্দেশ্যে এখানে আসেন, দ্বীন ও দুনিয়ার কল্যাণের আশায়। সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর উভয় পক্ষই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। এবার ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাওলানা জোবায়ের অনুসারীরা ইজতেমা করবেন, আর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হবে। উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে ইজতেমা পরিচালনা করবেন বলে আশা করছি।’
তিনি আরও বলেন, ‘এবারের পরিস্থিতি একটু ব্যতিক্রম, কারণ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে রয়েছে। বিশেষ করে গত বছরের জুলাই-আগস্ট মাসের কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। সংঘর্ষের পুনরাবৃত্তি ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিরোধের কারণে গত কয়েক বছর ধরে বিশ্ব ইজতেমা দুই ভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে নির্ধারিত সময় অনুযায়ী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি মাওলানা জোবায়ের অনুসারীদের এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা হওয়ার কথা ছিল। তবে গত ১৭ ডিসেম্বর রাতে ইজতেমা মাঠে জোড় ইজতেমা নিয়ে সংঘর্ষের ঘটনায় চারজনের মৃত্যু হয়। পরে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়।
এবারের ইজতেমায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আইজিপি।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    