কওমি কণ্ঠ ডেস্ক :
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- যুবদল জাতীয়তাবাদী শক্তির অগ্রভাগের অংশ। সর্বোপরি চব্বিশের ফ্যাসিস্ট হটাও গণঅভ্যুত্থানে বড় সহায়ক শক্তি ছিলো যুবদল। যুবদলের পরিশ্রম- বিপ্লব বৃথা যাবে না নিশ্চয়, ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয়েই সংগঠনটির পরম সাফল্য।
শনিবার (১০ জানুয়ারি) রাতে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুবদলের কার্যালয় উদ্বোধন শেষে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতিবিনময় করেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এসময় তিনি বলেন- আমরা সবাই একটি লড়াইয়ের মধ্যদিয়ে যাচ্ছি। এ লড়াই জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই কঠিন সময়ে আমাদেরকে কোনোভাবেই বিচ্ছিন্ন হওয়া হবে না, সবাইকে থাকতে হবে ইস্পাতকঠিন দৃঢ়তায় ঐক্যবদ্ধ।
এদিকে, গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দ্ররপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি পংকি মিয়ার (৬৫) ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এমরান আহমদ চৌধুরী। এক শোকবার্তায় তিনি মরহুমের মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়া রবিবার (১১ জানুয়ারি) বাদ আসর স্থানীয় চন্দনপুর শাহী ঈদগাহে আয়োজিত পংকি মিয়ার জানাযার নামাজে অংশগ্রহণ করেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
জানাযাপূর্ব আলোচনায় তিনি বলেন- আমরা সবাই মরণশীল। আমাদের সবাইকে একদিন চলে যেতেই হবে। কিন্তু ভালো কাজ করে গেলে আজীবন মানুষের অন্তরে স্থান করে নেওয়া যায়। আর আমি তাই করতে চাই। মহান সংসদে গিয়ে আপনাদের কথা বলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সামগ্রিক উন্নয়ন করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন, সার্বিক সহযোগিতা করবেন।