কওমি কণ্ঠ ডেস্ক :
অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের প্রবেশপথে এক ভবঘুরের লাশ পড়ে থাকতে দেখা গেছে। তিনি কখন মারা গেছেন সেটা জানা যায়নি।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে বইমেলার নিরাপত্তার দায়িত্বে থাকা হাজারীবাগ পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক কামাল হোসেন লাশ পড়ে থাকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বাংলাদেশের খবরকে বলেন, সকাল থেকেই লাশটি পড়তে থাকতে দেখা যায়। তবে কেউ বলতে পারছেন না কখন মারা গেছেন। নাম-পরিচয়ও জানাতে পারেননি কেউ।
তিনি বলেন, কেউই বলতে পারছে না কখন মারা গেছে। আমরা ডিঊটিতে আসার জানতে পারি প্রবেশপথে একটি লাশ পড়ে আছে। শাহবাগ থানায় ফোন দিয়েছি। তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যাবেন।
এ সময় পড়ে থাকা লাশের চারপাশ ইট দিয়ে ঘিরে রাখা হয়। সেখানে একজন পুলিশ সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
গতকাল শনিবার বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। মেলার প্রথম দিন হিসেবে খুব বেশি দর্শনার্থী কিংবা ক্রেতার দেখা মেলেনি। প্রবেশ পথেও আইনশৃঙ্খলা বাহিনীর ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে।