যৌথ অভিযানে যুবদল নেতাসহ ৪ জন আটক

  • বিভিন্ন ধরনের অস্ত্র জব্দ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরের আম্বরখানা পয়েন্ট থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়। এর মধ্যে একজন সিলেট জেলা যুবদল নেতা।

আটকরা হলেন- মহানগরের এয়ারপোর্ট থানার বনকলাপাড়ার বাসিন্দা ও সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক ইমাদ উদ্দিন আহমেদ (৩৮), একই থানার বাদামবাগিচা এলাকার মুজিবুর রহমান সনি (২৭), শাহপরাণ থানার মিরাপাড়া এলাকার মাহমুদ আলী (৪৪) ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের রিপন (৪৬)। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও এয়ারপোর্ট থানাপুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। 

আটককালে তাদের কাছ থেকে ১টি রামদা, ৫টি ছুরি, ২টি কাটি ও ১ একটি পিস্তল সদৃশ্য গ্যাস লাইটার এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও ডিজিটাল যন্ত্র জব্দ করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়- এসব অস্ত্র এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ সন্ত্রাসী কার্যকলাপ করার উদ্দেশ্যে তারা সংরক্ষণ করা হয়েছিল।
পরে তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা (নং-৫) দায়ের করে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারকের নির্দেশে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

এদিকে, যুবদল সূত্র জানিয়েছে- কিছুদিন আগেই ইমাদ উদ্দিন আহমেদকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে কোনো প্রেস বিজ্ঞপ্তি সংবাদমাধ্যমে আসেনি যুবদলের পক্ষ থেকে।