সিলেটে বিশেষ অভিযান শুরু

কওমি কণ্ঠ রিপোর্টার :

দেশের বিভিন্ন স্থানে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হলেও সিলেটে প্রথম দিন পরিচালিত হয়নি। একদিন পর রোববার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিনজনকে গ্রেফতারের মধ্যদিয়ে সিলেটে বিশেষ এই অপারেশন শুরু হয়েছে।

পুলিশ বলছে- যেহেতু ঘোষণার পর এই অভিযান পরিচালিত হয়েছে- তাই যৌথ বাহিনীর অপারেশন না হলেও পুলিশের হাতে গ্রেফতারকৃতদেরকেও ‘অপারেশন ডেভিল হান্ট’র আওতায় ধরা হবে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ও সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেফতার করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম কওমি কণ্ঠকে জানান-  সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অয়ন দাস (২৭) সিলেট মহানগরের বাগবাড়ি এলাকার প্রমুক্ত একতা ১৭৮/৮-এর বিমল কান্তি দাসের ছেলে ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সহসভাপতি। 

সিলেট কোতোয়ালি থানাপুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে।

পৃথক অভিযানে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার লালারচক গ্রামের আব্দুল খালিকের ছেলে। 

অপর অভিযানে জাহেদ আহমদ (৩৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সিলেটের শাহপরাণ থানাধীন বহর আবাসিক এলাকার মাওলানা মৃত জামিল আহমদের ছেলে ও সিলেট মহানগর ৩৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।