- ‘তুরাবরা জীবন দিয়ে দেশকে নতুন স্বাধীনতা দিয়েছে’
কওমি কণ্ঠ রিপোর্টার :
দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন- জুলাই বিপ্লবে সাংবাদিক তুরাবসহ শহিদরা জীবন দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীন করেছেন। চব্বিশের বিপ্লবের চেতনা ও আকাঙ্ক্ষা ধারণ করে এখন নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট প্রেসক্লাব আয়োজিত মাহমুদুর রহমানকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি জুলাই বিপ্লবে তুরাবসহ দেশের সকল শহিদের শাহাদাত কবুলের দোয়া করেন।
মাহমুদুর রহমান তাঁর বক্তব্যে বলেন- ‘সীমান্তের জনপদ সিলেটের মানুষ বরাবরই লড়াকু। ১৯৪৭ সালে এই সিলেটবাসী ভোট দিয়ে পাকিস্তানের অংশ হয়েছিল। সেই পূর্ব পাকিস্তান পরবর্তীতে আজকের বাংলাদেশ হওয়ার পেছনে বিশেষ ভূমিকা রেখেছে। সেটা ছিল স্বাধীনতা রক্ষার লড়াই। স্বাধীনতা রক্ষার এই লড়াইয়ে এখনো সিলেটবাসী অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।’
আমার দেশ সম্পাদক আরও বলেন- ‘এখন নতুন করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আহ্বান এসেছে। নতুন এ লড়াইয়ে সিলেটবাসীকে পাশে থাকার আহ্বান জানান তিনি। সিলেটবাসীকে দৈনিক আমার দেশ এর পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, আমাদেরকে কাঁদে কাঁদ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
মাহমুদুর রহমান বলেন, ‘ভারতের জনগণের প্রতি আমাদের কোনো নালিশ নেই। আমাদের নালিশ ভারতের সরকারের আধিপত্যবাদের বিরুদ্ধে। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার যে পলিসি, বাংলাদেশকে উপনিবেশ করার যে পলিসি তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে যেতে হবে।’
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও আমার দেশের সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এবং আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী।
অনুষ্ঠানে সিলেট প্রেসক্লাবের সদস্যরা ছাড়াও সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।