সিলেটের ঐত্যিহবাহী সামাজিক সংগঠন তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঘরের বাইরে থাকা নিম্ন আয়ের রোজাদার এবং পথচারীদের মাঝে পবিত্র রমজান মাসে প্রতি শুক্রবারে ৪ ধাপে মোট ১২০০ প্যাকেট ইফতার বিতরণ সম্পন্ন হয়েছে।
এরই অংশ হিসাবে শুক্রবার ( ২৮ মার্চ) ক্লাব কার্যালয় সংলগ্ন লিচুবাগান পয়েন্টে শেষ ধাপের ইফতার বিতরণ করা হয়।
ক্লাব সূত্রে জানা যায়, পথচারী অনেকেই আছেন যারা কাজের কারণে বাসায় ইফতার করতে পারেন না। এছাড়া অত্র এলাকার অনেক নিম্ন আয়ের পরিবার আছেন। ক্লাবের পক্ষ থেকে এবার তাদের হাতে ইফতার তুলে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছিল। পুরো মাস জুড়ে প্রত্যেক শুক্রবার ক্লাব সীমানার বিভিন্ন নির্দিষ্ট স্থানে এ কার্যক্রম চলমান ছিল। আগত পুরুষ, মহিলা, শিশু - বৃদ্ধ কাউকেই খালি হাতে ফিরতে হয় নি।
সহ-সভাপতি আনোয়ার হোসেন মিসবাহর পরিচালনায় শেষ ধাপের ইফতার বিতরণ পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল মুকিত,সিনিয়র সহ-সভাপতি বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান বারেক, সাধারণ সম্পাদক মোঃ মুহিবুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক মো: লুৎফুর রহমান খান মোসাদ্দিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো: আব্দুল হাফিজ শাফী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল হাফিজ খান শামীম , সহ-সভাপতি হাজী সাজ্জাদুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মুসা,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ সাদ রিজভী, প্রচার সম্পাদক শহীদুর রহমান জুয়েল, ক্রীড়া সম্পাদক আমান খান কয়েছ, সহ ক্রীড়া সম্পাদক লাহিন আহমেদ ; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হোসেন খান ইমাদ; কার্যকরী সদস্য- মোঃ মিনহার হোসেন মিনার, আলী মোজতবা সাজু, মোঃ জুবায়ের খান, আবু হুরায়রা খান নাজিম; ক্লাব সদস্য কামিল আহমেদ,রুমেল খান প্রমূখ। এছাড়াও এলাকার তরুণ যুব সমাজের অনেকেই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা: আব্দুল হাফিজ শাফী তার বক্তব্যে বলেন, রমজানে দারিদ্র্য-অসহায় মানুষের সহায়তা করার মাধ্যমে একটি আত্মিক প্রশান্তি পাওয়া যায়। তারই অংশ হিসেবে বিভিন্ন প্রজেক্ট হাতে নেয়া হয়েছিল তরঙ্গ এর উদ্যাগে,যার মধ্যে এই ইফতার বিতরণ ছিল অন্যতম । এ ছাড়া কাজটির পরিসর ছোট হলেও দেখে অনেক মানুষ উৎসাহিত হয়ে মানুষের পাশে দাঁড়াবে বলেও তাদের বিশ্বাস। তিনি সমগ্র ইফতার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পিছনে সহযোগিতার জন্য দেশ-বিদেশের সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও যারা শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তার বক্তব্যে বিশেষভাবে ধন্যবাদ জানান প্রবাসে অবস্থানরত বর্তমান সভাপতি নুরুল ইসলাম খান নজরুল কে; তিনি বলেন বিদেশে থেকেও যেভাবে মনিটরিং করে যাচ্ছেন তাতে ক্লাবের সবাই বর্তমান সভাপতির প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও ক্লাবের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন ডা: শাফী।
সাধারণ সম্পাদকের বক্তব্যে মুহিবুর রহমান রানা বলেন, মজুমদারী, হানিটোলা, লিচুবাগান, সৈয়দ মুগনী, খাসদবীরের একাংশ নিয়ে গঠিত তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা এবারের রমজানে সফলভাবে ৪ ধাপে ইফতার বিতরণ কর্মসূচী সম্পন্ন করায় মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জানাই। রমজানের শেষ দিনে ক্লাবের উত্তোলিত যাকাত ফান্ড থেকে নগদ অর্থ, কাপড় এবং ৭০ টি পরিবার কে শুকনো খাবার বিতরণ করা হবে বলে জানান।
ক্লাবের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান বারেক সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীতেও ক্লাবের সকল মানবিক ও সৃজনশীল কাজে সাথে থাকার আশাবাদ ব্যক্ত করে এবারের ইফতার বিতরণ কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন।